খেলাধুলা ২৪ মার্চ ২০২৫

হার্টে রিং পরানো হয়েছে তামিমের, শারীরিক অবস্থার উন্নতি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে।খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই তাকে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। তবে হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না তামিম।তামিমকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও তামিমকে দেখতে হাসপাতালে গেছেন। তামিমের অসুস্থতার খবর শুনেই বিসিবির বোর্ড সভা বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান। মোহামেডানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে শাইনপুকুর।তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner