সিলেট ২৪ জুন ২০২৫

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আরও ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

সিলেট:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৩৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত এই পুশইনের ঘটনা ঘটে।
৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।পরে, তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।অপরদিকে, একইদিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এই দলেও নারী, পুরুষ ও শিশুসহ তিনটি পরিবার রয়েছে। এদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে ও একজনের বাড়ি পাবনা জেলায়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner