নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ক্ষমতায় গেলে কেউ যেন টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে—এমন প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, “আমাদের ৩১ দফার মধ্যে একটি হলো—পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।বিরতির পর ফের প্রধানমন্ত্রী হওয়া যেতে পারে কিনা, তা আলোচনার বিষয়।রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় বিএনপি জানিয়েছে, বিদ্যমান সংসদীয় পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনে তারা আগ্রহী।এ ক্ষেত্রে সংসদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি ১০০ জন উচ্চকক্ষের প্রতিনিধি ও ১০০ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে অংশ নেবেন।সালাহউদ্দিন আরও জানান,৭০ অনুচ্ছেদ,সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতি নিয়োগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। স্বৈরাচার ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
পর পর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না বিএনপি
