প্রতিবছর ২৯ জুলাই বাঘ রয়েছে এমন ১৩ টি দেশে পালিত হয় 'বিশ্ব বাঘ দিবস'।বাঘ সংরক্ষণের গুরুত্ব , বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা, এবং মানুষের মধ্যে বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টি করার জন্যই প্রতি বছর পালিত হয় বাঘ দিবস ।
একটা সময় পুরো পৃথিবীতে লাখ লাখ বাঘ থাকলেও এখন তার সংখ্যা মাত্র কয়েক হাজারে নেমে এসেছে ।সুতরাং শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই বাঘ আজ বিপন্ন এক প্রজাতি।
বাঘের অন্যতম আবাসস্থল বাংলাদেশে বাঘের পরিসংখ্যান প্রতিবছর প্রকাশ করা হয় ২৯ জুলাই ।
এ দিকে মাঘ শুমারি বা বাঘ গণনা কি ভাবে হয় এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই।
সত্য যে সুন্দরবনে বাঘ গণনার প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর।৬৫১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল সুন্দরবনে বাঘ খোঁজা আর ধানের গোলায় একটা সুই খোজা প্রায় সমান কথা।
দেশে গেলে প্রায় প্রতিবার সুন্দরবন যাই।গত বছর সুন্দরবন এলাকায় সাক্ষাৎ মিলেছিল বাঘ গণনার কাজে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের সাথে।
মিস্টার কবিরের বাঘ গণনার অভিজ্ঞতা,সুন্দরবনের বিভিন্ন প্রাণী ও বাঘের জীবনের অজানা নানা গল্প ক্যামেরা বন্ধি করার সময় গা ছমছম করা শিরশিরে এক অজানা অনুভূতির স্রোত তৈরি হয়েছিল আমার ধমনীতে। পাঠক ও দর্শকদের সাথে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করতে বাঘ গণনার উপর একটা ছোট্ট তথ্যচিত্র তৈরি করেছে tv19online টিম ।লেখার শেষে ভিডিওর লিংক দেয়া হলো। আগ্রহীরা দেখে নিতে পারেন।
আজকের ভিডিওটির কলেবর ছোট রাখতে মিস্টার কবিরের সব কথা এ ভিডিওতে স্থান করে দেয়া গেলো না।সে জন্যে সুন্দরবন-২ ও সুন্দরবন-৩ শিরোনামে আরো দুটো তথ্য চিত্র তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে টিভি নাইনটিনের চৌকষ দল ।যেখানে থাকবে সুন্দরবন ও বন্য প্রাণী নিয়ে মিস্টার কবিরের দুর্লভ নানা গবেষণা ও অভিজ্ঞতার কথা। এ ছাড়া নতুন তথ্যচিত্রে ঢাকা থেকে কিভাবে খুব অল্প খরচে খুলনার নিকটবর্তী সুন্দরবনের নিরাপদ করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র এবং সাতক্ষীরার সুন্দরবন পর্যটন কেন্দ্র কলাগাছিয়া যাবেন সেই তথ্যও বিস্তারিত পাওয়া যাবে ।সুন্দরবন গেলে কোথায় থাকবেন ,কোথায় খাবেন, সুন্দরবন এলাকার নিরাপত্তা ,বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র দর্শন ইত্যাদি নিয়েও অজানা ও অবিশ্বাস তথ্য থাকবে আগামী কন্টেন্টে ।
পৃথিবীর বৃহত্তম উপকূলীয় বনভূমি সুন্দরবনের বাঘ গণনার রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আজকের আয়জন কেমন লাগলো আপনার কাছে ? ভিডিও কমেন্টে কেউ জানালে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো।আগামীতে আপনাদের পরামর্শ ও চাহিদার কথা লিখে জানাতে পারেন। নতুন কন্টেন্ট তৈরির সময় টিভি নাইনটিন টিম আপনার মতামতের মূল্যায়ন করতে চেষ্টা করবে । সবার জন্য শুভ কামনা। ভালোবাসা নিরন্তর। ( video Link- https://youtu.be/5a3IuuPFLNA)
লন্ডন ২৯.০৭.২০২৫
লন্ডন প্রবাসী সাহিত্যিক সাংবাদিক লেখক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলুর ভেরিফায়েড ফেসবুক থেকে সংগৃহীত।