নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের বছর ২০২৪ সালে (১২ মাস) সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ২০২৩ সালের তুলনায় প্রায় ৩৩ গুণ বেড়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিশ্বের সব দেশের সঙ্গে ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে এসএনবি।সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। প্রতি সুইস ফ্রাঁ ১৫০ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ৯৭৩ কোটি টাকা।আগের বছর ২০২৩ সাল শেষে এই অর্থের পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ফ্রাঁ বা ২৭০ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৮ কোটি ০২ লাখ ফ্রাঁ বা প্রায় ৮ হাজার ৭০৩ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ গুণ বেশি। এর আগে ২০২২ সালেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ছিল সাড়ে ৫ কোটি সুইস ফ্রাঁ।২০২৩ সালে যার অনেকটাই সরিয়ে নেওয়া হয়। আর ২০২১ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। তখনও অর্থ পাচার নিয়ে তীব্র সমালোচনার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়
