আন্তর্জাতিক ১৮ জুন ২০২৫

‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ইরান:
ইসরায়েল-ইরান সংঘাত ও ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। এক বার্তায় তিনি বলেছেন ‘যুদ্ধ শুরু হলো।বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে, পোস্টটিতে বলা হয়েছে ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ হায়দার নামটি প্রায়শই আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন।পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন, যার উপরে আকাশে আগুনের রেখা রয়েছে।আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেন এবং "আপাতত" খামেনেয়িকে হত্যা করার বিষয়টি স্থগিত রয়েছে বলে জানান। এরপরই খামেনেয়ির এই বার্তা প্রকাশ্যে এলো।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner