আন্তর্জাতিক ১৪ জুন ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে ছয় পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৮৬, আহত ৩৪১

post

ইরানের মাটিতে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের বড় আকারের আক্রমণে সবশেষ ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হামলায় ৩৪১ জন আহত হয়েছে।ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানেই ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২৯ জন আহত হয়েছেন।পৃথকভাবে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে ইসরায়েল প্রায় ২০০ বিমান নিয়ে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'সামরিক অভিযান\' যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে।ইরানও কঠোর শাস্তির\' প্রতিশ্রুতি দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি ইরানকে \'একের পর এক সুযোগ\' দিয়েছেন এবং অনেক দেরি হওয়ার আগেএখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন।এই উত্তেজনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছিল।বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, আগামী রোববার নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner