টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ইস্ট ওয়ার্ডে একটি নতুন ইয়ুথ সেন্টার চালু করা হয়েছে। ১১ থেকে ১৯ বছর বয়সীরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ২৫ বছর বয়স পর্যন্ত তরুনরা বেথনাল গ্রিন ইয়ুথ সেন্টার থেকে বিনামূল্যে সেবা গ্রহন করতে পারবেন।
নতুন এই ইয়ুথ সেন্টারটি শুধুমাত্র বেথানল গ্রিনের তরুণদের জন্য নয় বরং পুরো বরোর তরুণদের জন্য উন্মুক্ত থাকবে বলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইয়ুথ সেন্টারটি ১৯ এপ্রিল শনিবার আনুষ্ঠানিকভাবে চালু কা হয়। উদ্বোধনের দিনেই বক্সিং, বাস্কেটবল, বোর্ড গেমসহ বিভিন্ন প্রকারের টেইস্টার কার্যক্রমের আয়োজন করা হয় সেন্টারের পক্ষ থেকে।
নতুন এই ইয়ুথ সেন্টার মূলত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের একটি অংশ। ইয়ুথ সার্ভিসের উন্নয়নের মাধ্যমে বারার তরুণদের জন্য আরও সুযোগ তৈরি এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এই বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কিশোর—তরুণ বয়সী, তাদের অভিভাবক, সাপোর্ট কর্মী এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার উপস্থিত ছিলেন।
নতুন সেন্টারটি সম্পর্কে ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ুথ ও লাইফ লং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার মাইয়ুম তালুকদার বলেন, “টাওয়ার হ্যামলেটসে আরেকটি ইয়ুথ সেন্টারের উদ্বোধন দেখে তিনি অত্যন্ত আনন্দিত। কাউন্সিলের ইয়ুথ সার্ভিস বিভাগ বারার বিভিন্ন এলাকায় একের পর এক ইয়ূথ সেন্টার চালু করায় তরুণরা নানা সুবিধা ও আকর্ষণীয় কার্যক্রম উপভোগ করতে পারছেন।
তিনি আরও বলেন, “আমাদের কাছে তরুণদের জন্য বিনিয়োগ করাটা সবচেয়ে বড় অগ্রাধিকার। তারা আমাদের বারার ভবিষ্যৎ এবং তাদের এমন জায়গা প্রয়োজন যেখানে তারা অনুপ্রাণিত হতে পারবে এবং নতুন দক্ষতা অর্জন করতে পারবে।”
ডেপুটি মেয়র আরও বলেন, “আমি নিজেও একজন যুবকর্মী হিসেবে পথচলা শুরু করেছিলাম, তাই আমি জানি তরুণদের জন্য এমন জায়গা কতটা গুরুত্বপূর্ণ। আমি গর্বিত যে আমি এমন একটি কাউন্সিলের অংশ, যারা তরুণদের পাশে দাঁড়াচ্ছে এবং একটি শক্তিশালী ইয়ুথ সার্ভিস গড়ে তুলছে।”
টাওয়ার হ্যামলেটসের ইয়ূথ সার্ভিস এবং এর কার্যক্রম সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ www.youngtowerhamlets.org.uk