খেলাধুলা ১৭ এপ্রিল ২০২৫

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্ক:  নারী বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী পার হওয়ার খুব কাছে চলে এসেছে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই জায়গাটা নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপে। এমন সমীকরণ সামনে রেখে আজ মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।এই ম্যাচে আজ বাংলাদেশ জিতেছে টসে। অধিনায়ক জ্যোতি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে রান তুলতে চায় নিগার সুলতানারা।  এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতি সম্প্রতি খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সে অভিজ্ঞতা অবশ্য সুখকর কিছু নয়। বাংলাদেশ সে সিরিজে ২-১ ব্যবধানে হেরে দেশে ফিরেছিল। সে সিরিজটা জিতলে দলের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ ছিল। তা হয়নি বলে এখন পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হচ্ছে দলকে।তবে ওয়েস্ট ইন্ডিজের ফর্মটা মোটেও পক্ষে কথা বলছে না। চলতি বাছাইপর্বেই হেরেছে স্কটল্যান্ড আর পাকিস্তানের কাছে। আজ তাদের বিপক্ষে জিতে গেলেই তাই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

বাংলাদেশের একাদশ: সোবহানা মোস্তারী, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল (উইকেটকিপার), চিনেল হেনরি, শাবিকা গজনবি, স্টেফানি টেলর, আলিয়া অ্যালেইন, আফি ফ্লেচার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ এবং আশমিনি মুনিসার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner