নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
নোয়াখালী চৌমুহনী:বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন,সরকারের কয়েকজন উপদেষ্টার জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন এসেছে।আগে হলে-মেসে থাকলেও এখন তারা ৬ কোটি টাকার গাড়িতে চড়েন, ৩০ হাজার টাকার পাঞ্জাবি পরেন এবং ৪০ লাখ টাকার ঘড়ি ব্যবহার করেন।তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত সাত শহীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘নতুন দলের এক নেতা বাড়ি যেতে একশ’র অধিক গাড়িবহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি। যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, একাত্তর ও মহান মুক্তিযুদ্ধ এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে আসতে চাইলে তারা দেশ, গণতন্ত্র ও জনগণের শত্রু। তাদের ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এ দেশে রাজনীতি করার অধিকার নেই।তিনি আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ২ হাজার নিহত ও ২০ হাজার আহত হয়েছে। এর মধ্যে ৮৬২ জন শহীদ বিএনপির নেতাকর্মী। সেদিন তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। বিগত ১৭ বছর লন্ডনে থেকে ৫০টির অধিক রাজনৈতিক দলের ঐক্য গড়ে তুলে আন্দোলন বেগবান করেন তিনি (তারেক রহমান)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও বরকত উল্যাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকী।
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি: বুলু
