বাংলাদেশ ১৩ জুন ২০২৫

ড. ইউনুসের সিদ্ধান্তে টিউলিপের হতাশা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

লন্ডন:
বাংলাদেশের ক্ষমতাচ‍্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাথে লন্ডনে দেখা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অস্বীকৃতি জানানোর পর এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টিউলিপ আজ বৃহস্পতিবার ১২ জুন। প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছেন, তাঁর সাথে দেখা করবেন না বলে ড. ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমি হতাশ।টিউলিপ বলেন, ড. ইউনুস কোন সাক্ষ‍্যপ্রমাণ ছাড়াই কল্পিত অভিযোগ ভিত্তিক একটি রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার কেন্দ্রবিন্দুতে অবস্থান নিয়েছেন। মিডিয়াতে বিরামহীনভাবে এ নিয়ে তারা আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁদের কাছে যদি বিষয়টি একটি সিরিয়াস লিগ‍্যাল প্রসেস হয়ে থাকতো, তাহলে তাঁরা আমার আইনজীবীর সাথে যোগাযোগ করতেন। সেটা না করে তাঁরা ঢাকার এমন এক ঠিকানায় অর্থহীন যোগাযোগ করে যাচ্ছেন, যেখানে আমি কখনো বসবাস করিনি। উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে তাঁকে এড্রেস করে ইমেইলে চিঠি পাঠানোর পর প্রেস সচিব শফিকুল আলম টিউলিপের কোন চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছিলেন।এ কারণে, ড. ইউনুস লন্ডনে পৌঁছে যে হোটেলে উঠেছেন, টিউলিপ সেই ডরচেস্টার হোটেলের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁর চিঠিটি আরেক দফা পাঠান। প্রধান উপদেষ্টার বরাবরে আসা এই চিঠি হোটেলে স্বাক্ষর দিয়ে রিসিভ করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা। এর পর সেটি পৌঁছে দেয়া হয় প্রেস সচিবের কাছে।এই প্রেক্ষিতে ড. ইউনুস বুধবার বলেন, বিষয়টি যেহেতু আইনের আওতাধীন, সেহেতু তিনি টিউলিপের সাথে দেখা করবেন না।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner