বিনোদন ১৫ মার্চ ২০২৫

ঈদ রাঙাতে আসছে ইমরান ও কণা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ
দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এ জুটি অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সিনেমায় গাওয়া এ জুটির অনেক গান এখনও দর্শক-শ্রোতার কণ্ঠে বাজে। সিনেমা ছাড়া নাটকেও তাদের একসঙ্গে গান গাইতে দেখা গেছে। পাশাপাশি স্টেজ শো তো রয়েছে। ফের নতুন একটি সিনেমায় একসঙ্গে গাইতে চলেছেন এ জুটি।‘জ্বীন-৩’ নামে একটি ঈদের সিনেমার জন্য ‘কন্যা’ শিরোনামের একটি গান গেয়েছে ইমরান ও কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন ইমরান। শিগগিরই সিনেমার প্রচারণার অংশ হিসাবে গানটি প্রকাশ পাবে বলে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে। ভৌতিক ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এ জুটির লিপেই গানটি দেখা যাবে পর্দায়। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার গাওয়া সিনেমার প্রায় প্রতিটি গান থেকেই খুব ভালো সাড়া মিলেছে। আমাদের কাজের রসায়ণও বেশ ভালো। এবারের গানটিও সবার ভালো লাগবে বলে আশা রাখি।কণা বলেন, ‘আমার ও ইমরানের গাওয়া গানের প্রতি শ্রোতাদের একটি বাড়তি কৌতূহল থাকে। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই আসলে গানটি করা। এটি অনেক সুন্দর কথা-সুরের গান। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশে ব্যস্ত রয়েছেন ইমরান ও কণা। একক গান প্রকাশের পাশাপাশি টিভি অনুষ্ঠানের ঈদ আয়োজন নিয়েও ব্যস্ততা রয়েছে বলে জানান তারা। ঈদে এ দুজনের একাধিক নতুন গান প্রকাশ হতে চলেছে বলে নিশ্চিত করেছন তারা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner