নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে দিনব্যাপী উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবিতে রবিবার দিনব্যাপী বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যমতে, ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাবির ৩৬টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। তাছাড়া, ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নেতারা।রবিবার সকাল থেকেই লাগাতার মিছিল, বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, বটতলা, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জনহল এলাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। তাছাড়া, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ আংশিক অথবা পূর্ণাঙ্গ ব্যাচ তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। বিভাগগুলো হলো- লোকপ্রশাসন, রসায়ন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান, পদার্থ, পরিসংখ্যান, ভূতত্ব, ইংরেজি, ভাষাবিজ্ঞান, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, পালি অ্যান্ড বুদ্দিস্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক, মার্কেটিং, মৃত্তিকা পানি ও পরিবেশ, ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মুদ্রণ ও প্রকাশনা, সংগীত, ম্যানেজমেন্ট, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, স্বাস্থ্য অর্থনীতি, ফারসি ভাষা ও সাহিত্য, পদার্থ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, উদ্ভিদবিজ্ঞান, দর্শন, ভাষাবিজ্ঞান, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, গণিত, পরিসংখ্যান বিভাগ। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। এর আগে, শনিবার মধ্যরাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। এসময় তারা রাত আড়াইটা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় বসে অবস্থান নেন এবং ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে রাত ২টার পরে সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের জন্য ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। ধর্ষণবিরোধী মঞ্চ তাৎক্ষণিকভাবে দু’টি দাবি জানায়। সেগুলো হলো- ধর্ষণবিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি। পরে আসিয়ার ধর্ষকদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার জন্য আল্টিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ ঢাবিতে মশাল মিছিল, স্লোগানে উত্তাল চবি
