বাংলাদেশ ২৩ নভেম্বর ২০২৪

ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রাজধানীর ফার্মগেটের একটি বণিজ্যিক ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।আজ শনিবার সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রহিম জানান, আজ সকাল ৯টা ২০ মিনিটে  ফার্মগেটের মানসিক প্লাজায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।আবদুর রহিম আরও বলেন, মানসিক প্লাজার একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখানে রাখা পরিত্যক্ত কাগজে আগুন লাগে। তবে তাৎক্ষণিক হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।জানা গেছে, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner