বাংলাদেশ ১২ ফেব্রুয়ারী ২০২৫

মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় আহত আবুল কাশেম (২০) মারা গেছেন।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তার বাবা মৃত জামাল হাজি।এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় অন্তত ১৫ জন আহত হন। পরে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner