বাংলাদেশ ১২ ফেব্রুয়ারী ২০২৫

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫৯১ জন ।আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টমূলে মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকরা অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগজিন ১টি, ৩ রাউন্ড গুলি, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুরি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি ও কিরিচ ৩টি উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner