গ্রাম বাংলা ০৩ ফেব্রুয়ারী ২০২৫

৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকে। রাত ১২টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌ-রুটে রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার মাত্রা কেটে গেলে সকাল ৯টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।কুয়াশার কারণে এ নৌরুটে শনি ও রোববার দুদিন প্রায় ২২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner