নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত শেরপুরের বাসিন্দা সেলিমের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলিবিদ্ধ হয়ে আহত সেলিম দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসিএইচ) চিকিৎসাধীন রয়েছেন।সোমবার তার জরুরি অস্ত্রপচার হলে আজ মঙ্গলবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সেলিমের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে যান বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে কাছে পেয়ে সেলিম কাঁন্নাজড়িত কণ্ঠে জানান, নরায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) চিকিৎসার জন্য গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা না করে হয়রানি করেন ও এক পর্যায়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সেলিমের কান্নায় এক বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি হয়। ডা. রফিক এমএমসিএইচ কর্তৃপক্ষের কাছ চিকিৎসাধীন সেলিমের সর্বশেষ শারিরীক অবস্থার খোঁজ নেন। ড্যাব’র ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ডা. নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. এরশাদ মিয়া, প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি আনসারিসহ স্থানীয় ড্যাব’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।আহত সেলিমের মায়ের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে আর্থিক সাহায়তা প্রদান করা হয়।