নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর।জানা গেছে, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন ইয়াহিয়া। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান। দীর্ঘদিনের সহমর্কীর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন।ইয়াহিয়া তার স্ত্রী ও তিন ছেলে-মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।