আন্তর্জাতিক ২৮ ডিসেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে গৃহহীনতায় নতুন রেকর্ড করেছে: প্রতিবেদন

post

আন্তজার্তিক ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃদীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি প্রতি ১০,০০০ জন মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের এই সংখ্যা বেড়েছে।এইচইউডি’র প্রতিবেদন অনুযায়ি আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner