বাংলাদেশ ২৮ ডিসেম্বর ২০২৪

সাদপন্থি আরেক শীর্ষ নেতা গ্রেপ্তার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।দুপুরে তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়া বিন কাসেম ওই মামলায় ৬নং আসামি।এর আগে ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেফতার করে পুলিশ।হাবিবুল্লাহ্ রায়হান বলেন, ‘সাদপন্থি কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসেম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পেরেছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner