বাংলাদেশ ১৭ ডিসেম্বর ২০২৪

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় যাচ্ছেন।সোমবার (১৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন। তার কিছু স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক মির্জা ফখরুলের সঙ্গে আছেন বলেও তিনি।এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা একটি গণমাধ্যমের একটি মাইক্রোবাসে মির্জা ফখরুলকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত সিএমএইচ যান নেতারা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner