বাংলাদেশ ২৯ অক্টোবর ২০২৫

ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দুই সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। ২০২৪ সালের ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন কমিশনের প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩ এর পরিচালক মো. বেনজীর আহম্মদ। এজাহার তদন্ত শেষে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান চার্জশিট দাখিল করেন।তদন্তে দেখা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে রন হক সিকদার ও রিক হক সিকদারের নামে পরিচালিত এফসি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধি ও সার্কুলার লঙ্ঘন করে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সীমার অতিরিক্ত বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করেন।এর মধ্যে রন হক সিকদার ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) এবং রিক হক সিকদার ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) অবৈধভাবে বিদেশে ব্যয় করে পরবর্তীতে অর্থ পাচারের মাধ্যমে তা বৈধ করার চেষ্টা করেন।মামলা দু’টিতে অভিযুক্ত ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা হলেন— মো. মাহফুজুর রহমান, শাহ্ সৈয়দ আবদুল বারী, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ, উজ্জ্বল কুমার পাল, মোহাম্মদ রেজওয়ানুল হক, সুবীর চন্দ্র কর, মো. শামসুল আলম, এ এন এম আহসান হাবিব ও তারিকুল ইসলাম খান।দুদক আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner