গ্রাম বাংলা ১৬ ডিসেম্বর ২০২৪

ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৫

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ভৈরব: ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সিমেন্টবাহী কার্ভাডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকসার চালকসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী যাত্রী রয়েছেন।আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জগনাথপুরে ব্রক্ষপুত্র সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তিনজন নারী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নিলকুটি এলাকা থেকে দু’টি কাভার্ডভ্যান ভৈরব যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন সিএনজিচালিত-অটোরিকশা ওভারটেক করতে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসতে দেখে অটোরিকশাটি দুই কাভার্ডভ্যান মাঝে ঢুকে প্রথমে সামনেরটিকে ধাক্কা দেয় এবং পরে পেছন থাকা অপর কাভার্ডভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দু’জন পুরুষ এবং তিনজন নারীর মৃত্যু হয়।ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজু মিয়া জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়। কাভার্ডভ্যান দু’টি আটক করে থানায় নেয়া হয়েছে, কিন্তু চালক দু’জন পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner