গ্রাম বাংলা ১২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

চট্টগ্রাম:  চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলওয়ের প্রায়  ত্রিশ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২টি দোকান ও ৫টি বসতঘর ভেঙে দেওয়া হয়।আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের পক্ষে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে অবৈধভাবে দোকান করা হয়েছিল। উচ্ছেদ অভিযানের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। চট্টগ্রাম রেলওয়ের নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়ে দাঁড়িয়েছিল। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner