নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচ জন নেতা এতে অংশ নেন।রবিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ দুপুর ১২টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, শামা ওবায়েদ, ফাহিমা নাসরীন মুন্নী ও নিপুণ রায় চৌধুরী।