গ্রাম বাংলা ২৭ নভেম্বর ২০২৪

খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

post

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে খুলনা পাবলিক কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম এর সভাপতিত্বে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ  ড. মো. বেনিয়াজ জামান, সিনিয়র উপাধ্যক্ষ আবু সিদ্দিকুর রহমান, রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শংকর প্রসাদ ঘোষ, সহকারী অধ্যাপক প্রকৌশলী রেবেকা ইয়াসমিন, নবম শ্রেণীর শিক্ষার্থী ও সহকারি সাংস্কৃতিক প্রিফেক্ট আব্দুল্লাহ আল জাবির, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে সাদমান রাশিদসহ খুলনা পাবলিক কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আমিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা আবৃত্তি করেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীরা। খবর বিজ্ঞপ্তি-


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner