বাংলাদেশ ২৫ নভেম্বর ২০২৪

সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনার পর পুরান ঢাকায় অবস্থিত সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণ বশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।এদিকে, গতকাল রোববার (২৪ নভেম্বর) ঘটনার রেশ ধরে সোমবার সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিয়ে সোহ্‌রাওয়ার্দী ও কবি নজরুলসহ বিভিন্ন কলেজের হাজারও শিক্ষার্থী ডেমরায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।জানা যায়, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রোববার ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহ্‌রাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল পরীক্ষা চলাকালীন ‘সুপার সানডে’ ঘোষণা করে সোহ্‌রাওয়ার্দী কলেজে, নজরুল কলেজ ও ন্যাশনাল মেডিকেলে অতর্কিত হামলা চালানোর ঘটনা ঘটে।গতকালের হামলার ঘটনায় সোহ্‌রাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামালসহ আলমারি ভেঙে টাকা লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner