বাংলাদেশ ২৯ নভেম্বর ২০২৫

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান বিএনপির

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক মানবিক কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান রুহুল কবির রিজভী।বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি— আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা আবেগ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন— এটাই স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তাঁর জন্য দোয়া করুন।তিনি আরও বলেন, দেশনেত্রী’র পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner