আন্তর্জাতিক ১৯ নভেম্বর ২০২৪

বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প বললেন, তারা ‘তৃতীয় বিশ্বযুদ্ধ চায়’

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্যও অভিযুক্ত করেছেন।প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র দুই মাস। বাইডেন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় ধরনের নীতির পরিবর্তন করেছেন। যা এখন দীর্ঘ স্থায়ী অনুরোধে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরে পদার্পণ করেছে।নতুন নীতি এবং ইউক্রেনে সামরিক সহায়তা ত্বরান্বিত করার বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বার বার প্রশ্ন ওঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় এসেছে।ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধাবসানের বার বার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি।রাশিয়ার সঙ্গে সমঝোতার আলোচনার সময় ইউক্রেনকে সতর্ক থাকতে হবে, কারণ সমঝোতা নিয়ে আলোচনার সময় ইউক্রেন সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র য়দি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে মস্কো উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার দৈনিক নিয়মিত ব্রিফ্রিংয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন।মিলার উল্লেখ করেছেন ট্রাম্প নয়, আপাতত বাইডেনই এখনো মার্কিন প্রেসিডেন্ট।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner