আন্তর্জাতিক ১৫ জুন ২০২৫

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, জরুরি বৈঠকের ডাক বিশ্ব পরমাণু সংস্থার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ইরান-ইসরায়েল:
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু'দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বিশ্ব পরমাণু শক্তি সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি বাংলার।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি। এদিকে, ইসরায়েলে আরও ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। রবিবার সকালে ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি এই ঘোষণা দেন।তিনি বলেন, ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরও ধ্বংসাত্মক মাত্রার আক্রমণ অব্যাহত থাকবে। ইরানের শক্তিশালী এবং প্রস্তুত সশস্ত্র বাহিনীর গর্বিত অভিযানের ধারাবাহিকতায়,অপরাধী এবং আগ্রাসী ইহুদিবাদী শত্রু সম্পূর্ণরূপে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই অভিযান আগের চেয়ে অনেক বিস্তৃত এবং আরও ধ্বংসাত্মক মাত্রায় অব্যাহত থাকবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner