কমিউনিটি ১৬ নভেম্বর ২০২৪

খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান উৎসব'র উদ্বোধনী অনুষ্ঠান

post

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে ৩ দিন ব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার সকালে কলেজের মাল্টিপারপাস ভবনের নিচতলায় আধুনিক মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মন্ডলী, শিক্ষকমন্ডলী, সকল শিক্ষার্থী এবং খুলনা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আগামী ১৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner