নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ চব্বিশের গণঅভ্যুত্থান ও তৎপুর্বের গণআন্দোলন চলাকালে বগুড়া জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত (শহিদ) ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে আজ বুধবার এসব পরিবারের নিকটাত্মীদের সাথে সাক্ষাত করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আন্দোলনের সময় বগুড়ায় নিহত (শহিদ) ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। এ প্রতিনিধি দলের নেতা ‘আমরা বিএনপি পরিবারের’ আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ সময় আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারবর্গকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই আপনাদের পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বুধবার দুপুরে বগুড়ার সাবগ্রামের আকাশতারায় (এলাকার নাম) অনাড়ম্বর এক অনুষ্ঠানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহিদ ও আহতদের নিকটাত্মীয়-স্বজনের কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদ উন নবী সালাম, স্থানীয় বিএনপির নেতা কে. এম. খায়রুল বাশার, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য মুস্তাকিম বিল্লাহ ও জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান এ সময় উপস্থিত ছিলেন।বুৃধবার বিকেলে ‘আমরা বিএনপি পরিবারের’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আন্দোলনে বগুড়া জেলায় নিহত (শহিদ) ও আহতদের মধ্যে রয়েছেন, সারিয়াকান্দীর মনিরুজ্জামান। তিনি গত ৫ আগস্ট শহিদ হন। আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল মজীদ, আব্দুল আলীম, নুর মোহাম্মদ, মেহেদী হাসান, রাজঘোষ রাতুল, আদিব হাসান, নয়ন ঘোষ ও স্বপন।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বগুড়ায় শহিদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।