শীর্ষ খবর ০২ নভেম্বর ২০২৪

জাতীয় পার্টির সমাবেশ প্রতিহত করার ডাক

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জাতীয় পার্টির ডাকা আগামীকাল শনিবারের সমাবেশ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়।ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে আগামীকাল (শনিবার) সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে আগামীকাল সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের কাছে খবর আছে, তারা (জাতীয় পার্টি) দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। ডিএমপি কমিশনার কীভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয়, আমরা জানতে চাই। তাদের আমরা সমাবেশ করতে দেব না।গণঅধিকার পরিষদের সাবেক নেতা মশিউর রহমান বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা করে। তারা হামলাও করবে আবার সমাবেশও করবে, এটা কি মগের মুল্লুক পেয়েছে। জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়ার সঙ্গে ছাত্র-শ্রমিক-জনতার কোনো সম্পর্ক নেই, বিক্ষুব্ধ জনতা তাদের অফিস পুড়িয়েছে। শনিবার জাতীয় পার্টিকে কোনো সমাবেশ আমরা করতে দেব না।’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner