শীর্ষ খবর ২৩ অক্টোবর ২০২৪

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খবরটি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।এর আগে বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা গেছে।এদিকে ছাত্রলীগ নিষিদ্ধের খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল ও উল্লাসের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরেও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।  

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner