শীর্ষ খবর ৩১ অক্টোবর ২০২৪

জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জাতীয় পার্টিকে জাতীয় বেইমান অ্যাখ্যা দিয়ে দলটি উৎখাতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরপরই কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর এক পর্যায়ে আগুন দেওয়া হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর কাকরাইলে এই ঘটনা ঘটে।সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে বিজয়নগরপানির ট্যাঙ্কি হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের সামনে যাওয়ার সাথে সাথেই মিছিলে উপর্যুপরি আক্রমণ করা হয়।এদিকে, রাত ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান অ্যাখ্যা দিয়ে দলটি উৎখাতের ঘোষণা দিয়ে কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান বলে অ্যাখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি। ওই পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিল শেষে জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner