শীর্ষ খবর ২৭ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি অপসারণে ১২ দলীয় জোট একমত: হাসনাত

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি পৃথকভাবে তাদের মতামত জানিয়েছে। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তাদের দাবির সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ১২-দলীয় জোটের নেতারা।আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, 'রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।' এ সময় দাবি আদায়ের পদ্ধতি কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, 'বিএনপি পৃথকভাবে তাদের মতামত জানিয়েছে। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।বিএনপিসহ সব রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে বলে এ সময় আশা প্রকাশ করেন ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা, আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাসিরউদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব।১২-দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লায়ন মো. ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ ও আ স ম শামীম।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner