শীর্ষ খবর ২৫ জুলাই ২০২৪

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, রবিবারের পর মিলবে মোবাইলের ৪জি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকা: এবার দেশজুড়ে বাসা-বাড়ি পর্যায়ে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।একইসঙ্গে শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর আগামী রবিবার (২৮ জুলাই) থেকে মোবাইলের ৪জি নেটওয়ার্ক তথা ইন্টারনেট সংযোগ চালু হওয়ার আভাস দিয়েছেন ডাক, টেলিযোগাযেগা ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তাই ইন্টারনেট ব্যবহারে সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। জানিয়েছেন, তিনি মুঠোফোনে প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হয়েছেন। সেজন্য সকলকেই ইন্টারনেট ব্যবহারে যেমন সতর্ক হতে হবে। একইসঙ্গে এজন্য বিজিডি ই-গভঃ সার্টকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি।এসময় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশের বিষয়ে আবেগ প্রবণ হওয়ার বিষয়ে পলক বলেছেন, সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে। তা না হলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই ক্ষতির শিকার হবেন।সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার বাণিজ্যিক, অর্থনৈতিক, কুটনৈতিক ও গণমাধ্যমে মঙ্গলবার রাত থেকে চালু হওয়ার পর আজ দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহৃত হয়েছে।ফেসবুক, টিকটক এর মতো আগামী তিন দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বলেছেন, তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজন জবাব দিতে পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে না সরকার।প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নিজেদের প্রাইভেসি ও পলিসিই মানে না। তারা আমাদের দেশের আইন মানছে না।কবে নাগাদ ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী পলক বলেন, আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছূ সামাজিক মাধ্যম বিশেষ করে ফেইসবুক, ইউটিউব তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনভাবেই মানছে না, আমাদের ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা কোনকিছূকেই তারা সম্মান দেখােচ্ছে না। এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন, প্রাইভেসি সেটিংস নিজেরাই ভঙ্গ করছে। তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কীভাবে নেব। তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখবো।এফ-কমার্স খাতের উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন, এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার। এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফরম তৈরির আহ্বান জানান তিনি। একইসঙ্গে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলোকে এ ধরনের প্লাটফর্ম তৈরিতে আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। বলেছেন, ই-কমার্স খাতের উদ্যোক্তারা যেনো নিজস্ব প্লাটফর্ম তৈরি করেন। এ জন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।এসময় বিটিাইর চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner