শীর্ষ খবর ২৭ অক্টোবর ২০২৪

১৫ জুলাই ঢাবিতে হামলা সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ জনের নামে আরেক মামলা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রাজধানীর শাহবাগ থানায় ২২ নেত্রীসহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ২২০ জনের নাম উল্লেখ করে ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ অক্টোবর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো। তিনি আরও জানান, রোববার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner