কমিউনিটি ২৩ অক্টোবর ২০২৪

নুবাহ সোশ্যাল কেয়ারের ৭ম বর্ষপূর্তি উদযাপন

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : জমকালো আয়োজনে পূর্ব লন্ডনে পালিত হলো নুবাহ সোশ্যাল কেয়ারের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান।গত ১৫ অক্টোবর মঙ্গলবার কমার্শিয়াল রোডে অবস্থিত   প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।নুবাহ সোশ্যাল কেয়ারের পরিচালক ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ।

সার্ভিস ম্যানেজার আব্দুল হামিদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব ।এ সময়  ফুল দিয়ে বরণ করে নেয়া হয়  প্রধান অতিথি  স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদকে।সূচনা বক্তব্যে নুবাহ সোশ্যাল কেয়ারের পরিচালক ইউনুস আলী প্রতিষ্ঠানের বর্তমান ও অতীত ইতিহাস তুলে ধরেন এবং  সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করার আহবান জানান। তিনি বলেন ২০১৭ সালে নুবাহ সোশ্যাল কেয়ার যাত্রা শুরু করলেও  এই অল্প সময়ের মধ্যে  সকলের সহযোগিতায় আজ প্রতিষ্ঠানটি ভোক্তাদের মাঝে আস্থার জায়গা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে  সকলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার  সাইফ উদ্দিন খালেদ বলেন মানসম্মত সেবা দিয়ে এই প্রতিষ্ঠানটি  কমিউনিটিতে  ব্যাপক অবদান রাখছে।এ জন্য আমরা সত্যি গর্বিত।সেবার মানসিকতা নিয়ে সবসময়  অসহায় দুস্থদের পাশে  নুবাহ সোশ্যাল কেয়ার থাকবে বলে আশা করেন ব্যারিস্টার  সাইফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবিদা রহমান , ফাইজুর রহমান ,আনিসুজ্জামান ,লিলি চৌধুরী ,শিফা বিবি ,সাইফ জাহান ,মামুন ভূয়াঁ ,মাহবুবুর রহমান ,আশরাফুল সিদ্দিকী ,শামীম ইফতেখার ও আব্দুল মুকিদ প্রমুখ।    

পরিশেষে সেরাদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন আদত অতিথিরা। 

   

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner