শীর্ষ খবর ১৯ অক্টোবর ২০২৪

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গোলাম মোস্তফা আরো বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner