শীর্ষ খবর ০৩ অক্টোবর ২০২৪

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় প্রত্যাহার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় প্রত্যাহার করা হয়েছে। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এ কথা জানিয়েছেন হাইকোর্ট।  গেলো ৪ আগস্ট হাসিনা সরকার আমলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে রায় দেয় হাইকোর্ট।সেসময় জাতীয় রাজস্ব বোর্ডের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এর ফলে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।সে সময় আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner