কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতের দরকার ৯৫ রান।প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ রান করেছিল ভারত।কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ২৬ রান করেছিল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ২৬ রানে পিছিয়ে ছিল টাইগাররা।আজ শেষ দিন বাকী ৮ উইকেটে ১২০ রান যোগ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৫০, মুশফিকুর রহিম ৩৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ ও জাকির হাসান ১০ রান করেন। দলের পক্ষে আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে বৃষ্টি ও মাঠের সমস্যার কারণে। ড্র করতে হলে বাংলাদেশের মাটি আকড়ে পড়ে থাকার কোনো বিকল্প নেই। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় কত কী যে হতে পারে, সেটাই দেখা যাচ্ছে আজ পঞ্চম দিনে।সিরিজের শেষ টেস্ট জিততে ভারতকে করতে হবে ৯৫ রান।
কানপুর টেস্ট ১৪৬ রানেই দমে গেল বাংলাদেশ, ভারতের লক্ষ্য ৯৫
