আন্তর্জাতিক ২৬ সেপ্টেম্বর ২০২৪

উরুগুয়ের বৃহত্তম কারাগারে অগ্নিকাণ্ডে ছয় বন্দির মৃত্যু

post

উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর উপকণ্ঠের এক কারাগারে আগুন লেগে ছয় বন্দির প্রাণহানি হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মন্টেভিডিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।লাতিন আমেরিকার দেশটির সবচেয়ে বড় কারাগার সান্তিয়াগো ভাজকুয়েজ পেনটেনশিয়ারিতে আগুন লাগার কারণ জানা যায়নি। মন্ত্রণালয় বলেছে, ছয়টি পোড়া মৃতদেহ এক এলাকার একটি তালাবদ্ধ কক্ষে পাওয়া গেছে। অন্যান্য সেলগুলো খোলা ছিল। এতে আরো বলা হয়, পাশের সেল থেকে একজন বন্দিকে চিকিৎসার জন্য কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।২০২৩ সালের ডিসেম্বরেও একই কারাগারে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুসারে লাতিন আমেরিকার সর্বোচ্চ কারাবন্দিত্বের হার উরুগুয়েতে এবং বিশ্বের দশম-সর্বোচ্চ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner