শীর্ষ খবর ১৯ সেপ্টেম্বর ২০২৪

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে না

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে যুক্তরাষ্ট্রে একান্ত বৈঠক হওয়ার কথা ছিল। ধারণা করা হয়েছিল, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে পারে। তবে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে বৈঠকটি হচ্ছে না।আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে মোদি ও ড. ইউনূস দু'জনই নিউইয়র্কে যাচ্ছেন। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করলেও ড. ইউনূসের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ড. ইউনূসের দেওয়া একটি সাক্ষাৎকারের কারণে এই বৈঠক বাতিল হয়েছে।ড. ইউনূস ঢাকায় ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে জঙ্গিবাদী হিসেবে বিবেচনা করা ভারতের ভুল। তিনি আরও বলেন, শেখ হাসিনার দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জঙ্গিবাদী তকমা দিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে দেখানোর চেষ্টা চলছে। এই মন্তব্যের পর বিজেপি সরকার ক্ষুব্ধ হয়, এবং এ কারণেই নরেন্দ্র মোদি সম্ভাব্য বৈঠক থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে। ২১ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা, ‘কোয়াড’ শীর্ষবৈঠক এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে তার কোনও বৈঠক হচ্ছে না।প্রসঙ্গত, জাতিসংঘের তথ্য অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের ৭৯তম এ অধিবেশন ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner