নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।সমাবেশ সমন্বয় করছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।সঞ্চালনা করছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।