খেলাধুলা ১২ সেপ্টেম্বর ২০২৪

রোনালদোর ৯০১তম গোলে পর্তুগালের দ্বিতীয় জয়

post

আগের ম্যাচেই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে স্পর্শ করেন ৯০০ গোলের মাইলফলক। এবার টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন সিআরসেভেন। তার গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।রোববার (৮ সেপ্টেম্বর) নেশন্স লিগ ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। স্কট ম্যাকটমিনি গোল করে এগিয়ে দেন স্কটল্যান্ডকে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচে ফেরে তারা। এরপর বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ম্যাচের ৮৮ মিনিটে মেন্ডেসের ক্রস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি\'অর জয়ী এই ফুটবলার। তার গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner