কমিউনিটি ০৭ সেপ্টেম্বর ২০২৪

৭ সেপ্টেম্বর বিনামূল্যে জামাকাপড়-বই অদলবদল ইভেন্টে যোগ দিন

post

জামাকাপড়ের বর্জ্য সমস্যা মোকাবেলা করতে সাহায্য করতে ৭ সেপ্টেম্বর শনিবার আয়োজিত ইভেন্টে যোগ দিন এবং কিছু চমৎকার বইয়ের সম্ভার থেকে আপনার পছন্দেরটা বেছে নিন। সানি জার ইকো হাব, এবং ফ্রেন্ডস অফ দ্য আর্থ হ্যাকনি অ্যান্ড টাওয়ার হ্যামলেটস আয়োজিত জামাকাপড় এবং বই অদল বদলের এই বিশেষ ইভেন্ট সবার জন্য উন্মুক্ত।

এই অনুষ্ঠানে মেন্ডিং ওয়ার্কশপ, ড্রপ—ইন বাইক মেরামত এবং আপসাইক্লিং ওয়ার্কশপও থাকবে।

অনুষ্ঠানটি ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হইলিবারি ইয়ুথ সেন্টার, বেন জনসন আরডি, লন্ডন, ই১ ৩এফকিউ — এ অনুষ্ঠিত হবে।

 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner