কমিউনিটি ৩১ আগস্ট ২০২৪

টাওয়ার হ্যামলেটসের পার্কিং পলিসি সম্পর্কে আপনার মতামত জানান

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পার্কিং এনফোর্সমেন্ট প্ল্যান (পিইপি) নিয়ে একটি কনসালটেশন বা গণপরামর্শ শুরু করা হয়েছে। বিদ্যমান সমস্ত পার্কিং এবং মবিলিটি ম্যানেজমেন্ট (গতিশীলতা ব্যবস্থাপনা) নীতিগুলিকে একটি একক নথিতে একত্রিত করে পার্কিং এনফোর্সমেন্ট প্ল্যান।৷ একসাথে, এই নীতিগুলি বরো জুড়ে পার্কিং পরিকল্পনা এবং প্রয়োগ করতে ব্যবহৃত হয়। বর্তমান পিইপি ১৬ বছরের আগের। পরবর্তীতে টেকনোলোজি অনেক উন্নত হয়েছে এবং বায়ু দুষণ সহ বারায় নির্গমন সমস্যাকে উন্নত করার প্রয়োজনীয়তা অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিবর্তনসমূহ এবং ন্যায্য, স্বচ্ছ এবং উন্নতমানের পার্কিং সার্ভিস নিশ্চিত করতে পিইপি আধুনিক ও সময় উপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে।

আপনি অনলাইনে জরিপটি পূরণ করে বা ব্যক্তিগত তথ্য সেশনে অংশ নিয়ে এই পরামর্শে অংশ নিতে পারেন। এই সার্ভেতে অংশ নেয়ার শেষ সময় ৪ নভেম্বর ২০২৪। এছাড়া ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ক্রিপস স্টোর আইডিয়া স্টোরে, ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা - ২টা পর্যন্ত টাউন হলে এবং ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বো আইডিয়া স্টোরে পপ-আপ স্টল স্থাপন করা হবে, যেখানে গিয়ে আপনি সরাসরি এই সার্ভেতে অংশ নিতে পারবেন। 

অনলাইনে কনসালটেশনে অংশ নিতে আগ্রহীরা talk.towerhamlets.gov.uk/parking-consultation এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner