শীর্ষ খবর ১৬ আগস্ট ২০২৪

খালেদা জিয়াকে শিগগির বিদেশে নেওয়া হবে: ফখরুল

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিদ্রুত বিদেশ যাবেন । শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে\' দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান।মির্জা ফখরুল বলেন, অতি শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বেগম খালেদা জিয়া। আল্লাহ যদি রহম করেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের (খালেদা জিয়া) জন্য সবাই দোয়া করবেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর কারাবন্দি থাকেন দুই বছর। করোনাভাইরাস মহামারির মধ্যে তাকে নির্বাহী আদেশ তাকে বাসায় ফিরতে দেয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।বিএনপির পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চাওয়া হলেও তখনকার আওয়ামী লীগ সরকার নানা ফাঁকফোকর দেখিয়ে আটকে রাখে। এরপর গণ-আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলে খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর সাবেক এ প্রধানমন্ত্রীকে দেয়া হয় পাসপোর্ট। ধানমন্ডি ৩২ নম্বরে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়: সারজিসধানমন্ডি ৩২ নম্বরে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়: সারজিসএদিন মির্জা ফখরুল আরও বলেন, কোনো সংঘাত বা সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় নিজেরা শান্তি ব্রিগেড গঠন করে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন।বিএনপির মহাসচিব বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ঐক্য ধৈর্য আর সহনশীলতার প্রয়োজন। নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner